রাজু ভূইয়া, ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশায় আবু তৌহিদ জুয়েল (৪০) নামের এক প্রভাষক প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তিনি সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ প্রভাষক খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, একই গ্রামের আ. খালেকের ছেলে আ. রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার কথা কাটাকাটির জের ধরে জুয়েলের মাথায় লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।
ধর্মপাশা থানার ওসি সুরজিৎ তালুকদার বলেন, প্রভাষক খুনের ঘটনায় আব্দুল খালেক (৬৫), আব্দুর রাজ্জাক (৫০) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।