অনলাইন ডেক্স::
রাষ্ট্রীয় কাজে প্রতিদ্বন্দ্বিতা না করে সমন্বয়ের সঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক বিভাগের কাজ যেন অন্য বিভাগে বাধা না পায় সে জন্য গুরুত্ব দেন তিনি।
এ ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক ও সমন্বয় খুবই জরুরি বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেছেন, দায়িত্ব পালনকালে মনে রাখতে হবে এক বিভাগের কর্মকাণ্ডে যাতে অন্য বিভাগের কর্মকাণ্ড কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় বা জাতীয় স্বার্থ বিঘ্নিত না নয়।
বিচার বিভাগের সঙ্গে শাসন ও আইন বিভাগের টানাপড়েনের মধ্যে শনিবার ঢাকায় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসনের বিকল্প নেই। আর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক ও সমন্বয় খুবই জরুরি।
তিনি আরো বলেন, মনে রাখতে হবে, এ ক্ষেত্রে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। প্রতিটি বিভাগের সফলতার জন্য পারস্পরিক সহযোগিতা ও আস্থা একান্ত অপরিহার্য।