আবু হানিফ চৌধুরী, দিরাই:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গতবছর হাওর রক্ষা বাঁধ নির্মানের অনিয়ম দুর্ণীতির তদন্ত এবং ভেঙ্গে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শণ করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বেগম হামিদা আক্তার চৌধুরী। শনিবার বেলা ১২ঘটিকা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দিপুর, কচুয়া, কাজাউড়া, তাড়ল ইউনিয়নের তুফানখালি, কঠাখালি, বোয়ালিয়া, কাদিরপুরের ঢালা, কুলঞ্জ ইউনিয়নের বাদাইল্লা ও সরমঙ্গল ইউনিয়নের মাছুয়ার খাড়া নামক হাওর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শণ করেন। এসময় সাথে ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল, পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (১) আবু বক্কর সিদ্দিক, নির্বাহী প্রকৌশলী (২) শাহিনুজ্জামানসহ মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বাঁধ এলাকা পরিদর্শণ শেষে বিকেল সাড়ে ৪টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গুমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বেগম হামিদা আক্তার চৌধুরী জানান, গতবছর বন্যায় সুনামগঞ্জসহ বৃহত্তর হাওর এলাকার প্রায় সবগুলো হাওর তলিয়ে যাওয়ার ঘটনায় পানিসম্পদ মন্ত্রনালয় থেকে আমাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা দুটি তদন্ত প্রতিবেদন তৈরী করেছেন। তদন্ত প্রতিবেদনের বাস্তবতা যাচাই করার জন্যই সরজমিন এলাকায় এসেছি। তদন্ত প্রতিবেদন এবং বাস্তবার নিরিক্ষার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের ফসল রক্ষায় সরকার বিশেষ গুরুত্বারুপ করছে। নদী খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতি তারাতারি নদী খনন কাজ শুরু হবে। কোনভাবেই হাওর রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম দুর্নীতি করার সুযোগ থাকবেনা।