স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে নিজেদের মালিকানাধীন ৭ শতক জায়গা উদ্ধার করেছে সুনামগঞ্জ পৌরসভা। বৃহষ্পতিবার দুপুরে পৌর পরিষদের সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ বুলডোজার নিয়ে স্থাপনা গুলো ভেঙ্গে দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন অভিযানের মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে পৌরসভার মালিকানাধীন ৫৪ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে শহরের শাহবাজ চৌধুরী রানার সঙ্গে পৌরসভার মামলা চলছে। সম্প্রতি মামলার রায় পৌরসভার পক্ষে আসায় বৃহষ্পতিবার স্থাপনা ভাঙ্গার অভিযান পরিচালনা করে জায়গা উদ্ধারে উদ্যোগ নেয় পৌর পরিষদ।
পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল জানান, পৌরসভার এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সম্প্রতি আদালতে এই মামলা নিষ্পত্তি হওয়ায় পৌর পরিষদ সিদ্ধান্ত নিয়ে জায়গা উদ্ধার করতে এই অভিযান পরিচালনা করে।