স্টাফ রিপোর্টার::
গত দুইদিন ধরে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছ উন্নতি হয়েছে। নদ-নদী ও লোকালয় থেকে পানি নামতে শুরু করলেও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। বন্যায় গ্রামীণ অনেক রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে আছেন এলাকাবাসী। তাছাড়া অনেকের কাচা ঘরবাড়ি বন্যা কবলিত হওয়ার পর পানি কমতে থাকায় বাড়ি-ঘর ধ্বসে পড়ছে। এতে তারা পরিবার নিয়ে সমস্যায় রয়েছেন।
তবে জেলা প্রশাসন জানিয়েছে এখনো ১৭০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। বন্যায় ১২০ কি.মি. পাকা সড়কের ক্ষতি হয়েছে। বন্যায় ৯৭৩টি পুকুরের ৬ কোটি টাকার মাছ ভেসে গেছে। ১৭০০ হেক্টর জমির আমন ও রোপা আমনসহ সব্জি নষ্ট হয়েছে।