স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহিদ জগৎজ্যোতি পাঠাগারে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়।
পরে শহরে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে শহিদ জগতজ্যোতি পাঠাগারে এসে সভায় মিলিত হয়। সম্মলনে ৯ টি উপজেলা থেকে প্রতিনিধিরা এসে উপস্তিত হয়েছেন।
প্রথম অধিবেশনে সংগঠনের আহ্বাযক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরি খসরুর সভাপতিত্বে অনুস্ঠিত অনুস্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, চিত্তরঞ্জন তালুকদার, শিলা রায় প্রমুখ।
দ্বতিয় অধিবেশনে কমিটি গঠিত হবে।
উল্লে্খ্য গত এপ্রিলে হাওরের বোরো ফসলহানির প্রেক্ষিতে এ সামাজিক আন্দোলন গড়ে ওঠে।