স্টাফ রিপোর্টার::
সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে যে আচরনের মধ্যদিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছেন। এবং পদত্যাগ করতে বাধ্য করেছে আদৌ পদত্যাগ করেছেন কি না এটা সুস্পষ্ট নয়। এর কারন হলো প্রধান বিচারপতি পদত্যাগ করার পর শুন্যপদ পূরন করার একটা নির্দারিত সময় থাকে। কিন্তু নির্দারিত সময় পেরেয়ি গেলেও এখন পর্যন্ত প্রধানবিচারপতি নিয়োগ করা হয়নি।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় সুনামগঞ্জে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলা বিএনপি’র কর্মী সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নিন্ম আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সম্পূর্নটাই সরকারের নিয়ন্ত্রনে। আদালত স্বাধীন নয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে মানুসের মামলা নিস্পত্তি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
কর্মীসভায় বক্তব্য রাখেন সাবেক হুইপ অ্যডভোটে ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।
কর্মী সভায় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।