স্টাফ রিপোর্টার::
বালাট সাব সেক্টরের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা সুশান্ত রঞ্জন ভদ্র (সাধন ভদ্র) কাল বুধবার জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিশেষ মুক্তিযোদ্ধা সম্মাননা পাচ্ছেন। ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে তাঁর হাত সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা সাধন ভদ্রসহ আরো ১৫ জন মুক্তিযোদ্ধাকে এবার বিশেষ সম্মাননা দিচ্ছে কালের কণ্ঠ।
গত ১৪ ডিসেম্বর জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘টেংরাটিলার গোলাগুলি কানে বাজে আজও’ শিরোনামে সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীমের পাঠানো একটি প্রতিবেদন ছাপা হয়। এতে তাঁর যুদ্ধদিনের অম্লান স্মৃতি ও যুদ্ধ পরবর্তী নানা ঘটনা উঠে আসে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কালের কণ্ঠ কর্তৃপক্ষ তাঁকে বিশেষ সম্মননার জন্য মনোনীত করে। কাল বুধবার ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই সম্মাননা দেওয়া হবে। অনুষ্টানে মুক্তিযোদ্ধা মন্ত্রীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য সুনামগঞ্জ শহরতলির ব্রাম্মণগাও গ্রামের বাসিন্দা সাধন ভদ্র এখন শহরের উকিলপাড়া আবাসিক এলাকায় বসবাস করেন।