স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন উপলক্ষে ৯ জানুয়ারি মঙ্গলবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। সভায় উৎসবমুখর পরিবেশে ৭৫ বছর উদযাপন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি শহিদ জগৎজ্যোতি পাঠাগারে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় নানা আলোচনার পর ‘৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ : প্লাটিনাম জয়ন্তী’ উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গ্রুপ খোলার জন্য দায়িত্ব দেওয়া হয় কলেজের প্রাক্তন ছাত্র সাংবাদিক শামস শামীমকে। ২০১৯ সালে এই জয়ন্তী পালন করা হবে। মতবিনিময় সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শহিদ জগৎজ্যোতি পাঠাগারে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সঞ্চিতা চৌধুরী, ফৌজি আরা শাম্মী, নিগার সুলতানা কেয়া, ফেরদৌসী বেগম, সাবিহা সুলতানা, মো. আবুল মজাদ চৌধুরী, মো. শামছুল করিম হিরন, মো. আব্দুল হামিদ, আ ত ম মিছবা, খলিল রহমান, রুহুল তুহিন, মো. নজরুল ইসলাম, কল্লোল তালুকদার চপল, আব্দুল আজাদ রোমান, জাবেদ মো. নূরে আলম, মলয় চক্রবর্তী রাজু, পঙ্কজ কুমার দাস, এনাম আহমেদ, রাজু আহমেদ, মো. আশরাফুজ্জামান, আকিব জাবেদ, মাহবুবুল হাসান শাহীন, পঙ্কজ কান্তি দে, হিরন্ময় রায়, হুমায়ুন কবির, মো. বুরহান উদ্দিন, মো. আবু নাসের, শামস শামীম, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু।