স্টাফ রিপোর্টার::
বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে সোমবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার সাতমাইল নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের চারজন মুসল্লি। এরমধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। তাদের লাশ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনার নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সবাই সদর উপজেলার কাঠইর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নোয়াগাও গ্রামের আবু বক্কর (৫৫), গুলেরগাঁও গ্রামের আকবর আলী (৫০), কলাইয়া গ্রামের আবদুজ জহুর (৫৫) এবং কাঠাইর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও উলুতুল গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৫০)।
পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে নিজ বাড়িতে আসছিলেন তারা। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই টঙ্গীর ইজতেমা ফেরত যাত্রী ছিলেন। তাদের বাড়ি সুনামগঞ্জে।