1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

দিরাইয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সামাবেশ মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮, ২.৪৬ পিএম
  • ৪৯২ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক ইমরান হোসাইনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জনসমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে থানা পয়েন্টে এ সমাবেশ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মঞ্জুর আলম চৌধুরী, প্রেসক্লাব সহ সভাপতি সোয়েব হাসান, সামছুল আলম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার আমিন, শাল্লা উপজেলা জাতীয় পার্টিও সভাপতি দুলদুল চৌধুরী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, আবুল হোসাইন, এডভোকেট ইকবাল চৌধুরী, ব্যবসায়ী আবদাল আলম চৌধুরী, সোয়েব চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আমির আলী, জয়নুল হক চৌধুরী, ফরিদ সরদার, তফুর আলম চৌধুরী, কিবরিয়া সরদার, ছৈফুল আলম চৌধুরী, সেবুল রেজা চৌধুরী, জাকির সরদার, রফিকুল হক টিপু, বকুল আহমদসহ এলাকার সহ¯্রাধিক লোক মানববন্ধ কর্মসুচিতে অংশ গ্রহণ করেন। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান তালুকদার বলেন, রাজনীতিকে পুজি করে দিরাইয়ের কিছু লোক আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন। তারা এলকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। শান্ত মফস্বল শহরটিকে আতঙ্কের জনপদে রূপান্তরিত করেছেন। হত্যা, প্রকাশ্যে অস্ত্রবাজি করেও বহাল তবিয়তে ঘুরাফেরা করছেন। প্রশাসন নিরব ভ’মিকা পালন করছে। মেয়রপুত্রকে দিরাইবাসী আজ মেথরপুত্র বলে সম্বোধন করছে। তাদের কারণে এলাকাবাসী আজ ভীতসন্ত্রস্থ। তাদের অনিয়িম দূর্নীতির খবর প্রকাশ করার কারণে দিরাইয়ের কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মঞ্জুর আলম চৌধুরী বলেন, প্রকাশ্যে অস্ত্রবাজি করবেন সাংবাদিক ছবি তুলতে গেলে তাদের পিঠাবেন তা হতে পারেনা। এটি দিরাইবাসীর জন্য লজ্জার বিষয়। কিছুদিন পরপরই দিরাই বাজারে অস্ত্রের মহড়া হয়, এই ভয়ে সাধারণ জনগণ এখান থেকে ব্যবসা বানিজ্য গুটিয়ে নিচ্ছেন। অভিলম্বে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান সকল বক্তারা।
উল্লেখ্য ২১জানুয়ারী রাতে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মেয়রপুত্র উজ্জল বাহিনীর তান্ডব চলাকালে অস্তধারীদের ছবি তুলতে গেলে সাংবাদিক ইমরান হোসাইনের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সাংবাদিক, ব্যবসায়ী, পথচারীসহ ১০জন আহত হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!