স্টাফ রিপোর্টার::
সরকারের রাজস্ব খাত থেকে বেতন-ভাতাসহ সকল সুবিধা প্রদানের দাবিতে সকল নাগরিক সেবা কার্যকক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে সুনামগঞ্জের চারটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার সকাল থেকে সুনামগঞ্জ পৌরসভা, জগন্নাথপুর, দিরাই ও ছাতক পৌরসভায় একযোগে কর্মসূচি পালন করা হয়। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন।
সুনামগঞ্জ পৌরসভায় কর্মবিরতি পালনকালে দুপুরে পৌরভবন চত্বরে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন, সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ পাল, সুনামগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ শামস উদ্দিন, মাহতাব উদ্দিন চৌধুরী, সাজুল মিয়া, ফরিদ আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ সকল সুবিধা প্রদানের
দাবি মেনে না নেওয়া আর কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। অবিলম্বে দাবি পূরণের দাবি জানান জানা।