স্টাফ রিপোর্টার::
দেশ বিদেশের লাখো শুভাকাঙ্খী ও গুণগ্রাহীদের শোকসাগরে ভাসিয়ে বিদায় নিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আ.লীগের জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুল। শুক্রবার বাদ জুমআ’ বেলা সোয়া দুইটায় সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত তার যানাজা লোকারণ্যে পরিণত হয়। স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিলনা। ঢাকা, সিলেটসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধ লক্ষ মুসল্লি এসে যানাজায় অংশ নেন। এছাড়াও স্টেডিয়ামের গেলারিতে বিভিন্ন ধর্মের আরো হাজার হাজার মানুষ প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে আসেন।
উল্লেখ্য আয়ূব বখত জগলুল গত বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। তার মৃত্যুর পর স্কয়ার হাসপাতালে তাকে দেখতে ছুটে যান আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
আয়ূব বখত জগলুলের শেষ বিদায়যাত্রায় অংশ নিতে সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়ররা আসেন। শেষযাত্রায় বিদায় জানাতে অংশ নেন তার প্রাণের সংগঠন আওয়ামী লীগের সিলেট বিভাগের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
যানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাতক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, আজিজুস সামাদ আজাদ ডন, বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ছোট ভাই ইয়াকুব বখত বহলুল ও সন্তান সাদ বখত।
যানাজা শেষে তাকে আরপিননগরস্থ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
এদিকে মরহুম আয়ূব বখত জগলুলকে শেষ শ্রদ্ধা জানাতে বেলা ১টা পর্যন্ত তার কর্মস্থল পৌর চত্বরে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। সেখানে বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুলেল শ্রদ্ধা জানান।
এদিকে নাগরিকদের প্রিয় অভিভাবক, কর্মীদের ভরসাস্থল আওয়ামী লীগ নেতা আয়ূব বখত জগলুলকে হারিয়ে শোকে মুহ্যমান সুনামগঞ্জ জেলার আপামর মানুষ। শেষ বিদায় জানাতে এসে অনেক কর্মীদের ডুকরে কাদতে দেখা গেছে। বুক পকেটে শোকব্যাজ ধারন সাধারণ মানুষ ছিলেন শোকে কাতর।