হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
মহান মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টরের টেকেরঘাট সাব সেক্টরের প্রতিষ্ঠাতা অধিনায়ক, বাংলাদেশের সংবিধান প্রনয়ণ কমিটির সদস্য, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ন, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যু বার্ষিকী তার নির্বাচনী এলাকা শাল্লায় পালিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শাল্লা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা শহরে এক শোক র্যালী বের হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। শাল্লা উপজেলা আওয়ামী মীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ অলিউল হক এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন-শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী। বাহারা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান বিধান চন্দ্র চৌধুরী, যুবলীগ নেতা লাল আমীন তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য অনুপম তালুকদার জিকু, শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা আলেক মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, রবীন্দ্র চন্দ্র বৈষ্ণব, আব্দুস সামাদ, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিকক্ষ বিধু ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নওশের মনির, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়রম্যান রান্টু লাল দাস, উপজেলা কৃষক লীগের সভাপতি কাজল বরুণ চৌধুরী, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুষ কান্তি দাস, আটগাওঁ ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, আটগাওঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য আজহারুল ইসলাম, বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নরেশ অধিকারী, শাল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, যুবলী নেতা তকবীর হোসেন, এনামুল বারী লেলিন, অরিন্দম চৌধুরী অপু, আব্দুস সালাম সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও মন্দিরে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা করে প্রার্থণা করা হয়।