দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও সাব সেক্টর কমান্ডার সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যু বার্ষিকী শোক র্যালি, আলোচনা সভা ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ের পাশে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে সমাধিতে পুস্পস্তবক অর্পণ করণে সুরঞ্জিত পত্মী ড. জয়া সেনগুপ্তা এমপি। এছাড়াও দিরাই প্রেসক্লাব, প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস), সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ ও স্কুল কলেজসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বেলা ১টায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুরু হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এ্যডভোকেট শহিদুল হাসমত খোকন এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি। প্রধান বক্তা হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাহিন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, যুবলীগের মোহন চৌধুরী, রাজীব চৌধুরী, ছাত্রলীগের সাহেল চৌধুরী, আল মামুন, উজ্জল চৌধুরী, মান্না তালুকদার লিমন প্রমুখ।