অনলাইন:
দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবদুল হামিদের জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মো. আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সিইসি নূরুল হুদা জানান, আগামী ২৩ এপ্রিল নতুন মেয়াদে রাষ্ট্রপতির শপথ হতে পারে।
আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের জন্য আবদুল হামিদের নামে তিনটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে কোনটি গ্রহণ করা হয়েছে জানতে চান সাংবাদিকরা। এর জবাবে নূরুল হুদা বলেন, আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছিলাম। এর একটিতে প্রস্তাবক ছিলেন ওবায়দুল কাদের, সমর্থক ছিলেন তোফায়েল আহমেদ। আরেকটি মনোনয়পত্রের প্রস্তাবক ছিলেন রাশেদ খান মেনন, সমর্থক ছিলেন আ স ম ফিরোজ। আর তৃতীয়টির প্রস্তাবক ছিলেন এইচ এম এরশাদ ও সমর্থক ছিলেন আতিউর রহমান আতিক। আইন অনুযায়ী, আমরা প্রথম যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করি, সেটি সঠিক হলে দ্বিতীয় বা তৃতীয়টি যাচাইয়ের প্রয়োজন পড়ে না। আমরা প্রথমে ওবায়দুল কাদেরের প্রস্তাব করা ও তোফায়েল আহমেদের সমর্থন করা মনোনয়নপত্রটিই যাচাই করেছি এবং সেটিই বৈধ হয়েছে। দ্বিতীয় বা তৃতীয় মনোনয়নপত্রটি যাচাইয়ের কোনও প্রয়োজন হয়নি।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিং করে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের তথ্য জানান।
চিফ হুইপ বলেন, আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনি আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন। এসময় উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাউসার।