স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর বাজারে অগ্নিকা-ে ৫টি ফার্নিচার দোকানঘর ও একটি কাঠের গোদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী হাসনাত, রাজ উদ্দিন, মোহাম্মদ আলী ও আলা উদ্দিনের ফার্নিচারের দোকানগুলো আগুনে পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এই দোকানগুলো ছাড়াও একটি কাঠের গোদামঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
নরসিংপুর বাজারের ব্যাবসায়ী আব্দুল হান্নান বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তবে স্থানীয়দের আগুন নেভানোর চেষ্টার কারণে অন্যান্য ঘরে আগুন ছড়াতে পারেনি বলে তিনি জানান।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।