স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম উৎসব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই সদ্যপ্রয়াত কলেজের প্রাক্তন ছাত্র, ভিপি ও জিএস এবং পৌর মেয়র আয়ূব বখত জগলুল স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শহিদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন ‘৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তী ২০১৮’র আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সঞ্চালনা করেন সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিন।
মতবিনিময় সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সকলের সম্মতিক্রমে এখন থেকে প্রতি বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় শহিদ জগৎজ্যোতি পাঠাগারে মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সুখেন্দু সেন হারু, এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম, এডভোকেট সাহার উদ্দিন, এডভোকেট শামছুল করিম হিরন, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, খলিল রহমান, শামস শামীম, দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।
বক্তারা প্লাটিনাম জয়ন্তীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ফিস নির্ধারণ, ইয়ারভিত্তিক তালিকা তৈরি, প্রচারণা বৃদ্ধি, প্রেসউইং গঠন, প্রকাশনা এবং কলেজের সাবেক ভিপি ও জিএসদের যুক্ত করার পরামর্শ দেন।