স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের বাঁধ পরিদর্শন করেছেন সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিনিধিদল। পরিদর্শন শেষে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তারা। প্রেসব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদীয় আসন ঠাকুরগাঁও -১ এর এমপি রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।
পরিদর্শন দল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনা হাওর ও হালির হাওর, ধর্মপাশার চন্দ্র সোনার থাল ও ধান কুণিয়া হাওরের চলমান কাবিটার কাজ পরিদর্শন করে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ষ্পীড বোড যোগে পাকনা হাওরের চামার বাড়ীর খাল, ধর্মপাশার শয়তান খালী খাল, ধানকুনিয়া ও চন্দ্র সোনার থাল, হাওরের কয়েকটি হাওর রক্ষা বাঁধের কাজ সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানীত সদস্য, পিরোজ পুর-২ আসনের এমপি আনোয়ার হোসেন, নরসিংদী-১ আসনের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম, শেরপুর-৩ আসনের এমপি এ কে এম ফজলুল হক, জামালপুর-২ আসনের এমপি মোঃ ফরিদুল হক খান, কিশোরগঞ্জ- ৪ আসনের এমপি রেজওয়ান আহমদ তৌফিক, চট্রগাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংরক্ষিক মহিলা আসন -১ (৩০১ ) এর এমপি মোছা ঃ সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বেগম নজুহাত ইয়াসমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক কে এম আনোয়ার হোসেন সহ কাজে সহায়তা সফর সঙ্গী ছিলেন স্থায়ী কমিটির সচিব ও উপ সচিব ( অর্থ ও বাজেট ব্যব¯া’পনা ) এম আরিফ পাশা, সভাপতির একান্ত সচিব তারেক জহিরুল হক এবং কমিটির সহকারী সচিব মোঃ আসিফ হাসান। সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান।
প্রতিনিধিদল যথা সময়ে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বাধের কাজে কোন ধরনের গাফিলতি পেলে ত্বরিৎ ব্যবস্থা নেওয়ার আহŸান জানান।