স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক দোয়ারা সড়কে একটি বেইলি সেতু ভেঙ্গে ট্রাক খাদে পড়ে দুইজন মারা গেছেন। শনিবার গভীর রাতে ছাতকের লক্ষীবাওর এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদেপড়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে। তবে ট্রাকের ভেতরে লাশ দুটো এখনো আটকে আছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে ছাতক থেকে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার এলাকায় ট্রাকভর্তি লোহার গ্রাডার নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। পথে লক্ষীবাউর এলাকায় একটি বেইলি তেুতে যাওয়ার পরই ওই ঝ‚কিপূর্ণ সেতুটি ভেঙ্গে পড়ে। সেতু ভেঙ্গে ট্রাকটি সম্পূর্ণ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুজন সহকারি মারা যায়। ট্রাক চালক ফারুককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও লাশ দুটো উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।