স্টাফ রিপোর্টার::
১ ফেব্রুয়ারি হারিয়েছেন প্রিয় বড় ভাই ও সুনামগঞ্জ শহরের পৌর পিতা আয়ুব বখত জগলুলকে। ২৫ ফেব্রুয়ারি হারিয়েছেন পরিবারের বটবৃক্ষ মা নূর জাহান বখতকে। এই অবস্থায় পরিবারের অন্যসবার মতো সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখতও মানসিকভাবে বিধ্বস্থ। এই ভগ্ন হৃদয়েই হাজারো নেতাকর্মী ও ভোটারদের ভালোবাসায় সিক্ত হয়ে সুনামগঞ্জ পৌর মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী নাদের বখত। বৃহষ্পতিবার দুপুরে তিনি মা ও বড় ভাই আয়ূব বখত জগলুলের কবর জিয়ারত করে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ ভোটাররাও নাদের বখতের সঙ্গে ছিলেন।
নাদের বখতের মনোনয়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, জাতীয় পার্টি নেতা ও মেজর ইকবাল পুত্র ইনান ইসমাম চৌধুরী প্রিয়সহ আরপিননগর এলাকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।