স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার আসন্ন উপ নির্বাচনে মনোনয়ন জমা দানের শেষ দিনে মেয়র পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। হাছন রাজা পরিবারের দুই প্রার্থী এবং বখত পরিবারের একজন প্রার্থী মনোনয়ন জমা দেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সদ্যপ্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টজন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখতের ছেলে নাদির বখত। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা সুমন। এই পরিবারের মেয়র প্রার্থী হিসেবে সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের ছোট ভাই দেওয়ান গণিউল সালাদীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
তিন প্রার্থী বৃহষ্পতিবার দুপুরেই মনোনয়ন জমা দিয়েছেন। এসময় তাদের সঙ্গে দলীয় নেতাকর্মীসহ সমর্থকরাও উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে তিনজন শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অবশেষে বৃহষ্পতিবার বিকাল পর্যন্ত মনোনয়ন জমাদানের শেষদিন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৪-৫ মার্চ মনোনয়ন বাছাই, প্রার্থীতা প্রত্যহার ও ১২ মার্চ এবং ১৩ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচন নিরপেক্ষ করতে সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।