স্টাফ রিপোর্টার::
সিলেটে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারি ফয়জুল হাসানের গ্রামের বাড়িতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ও দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে এবং হামলার নেপথ্যের মদদদাতা গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে তার শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এলাকার কলিয়ারকাপন, বড়কাপন, চানপুর মাতারগাওসহ চারটি গ্রামের সাধারণ মানুষসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এলাকাবাসী ফয়জুলকে ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, ফয়জুল হাসানের কঠিন বিচার হওয়া উচিত। তবে তার সঙ্গে স্থানীয়দের কারো সম্পর্ক নেই বলে উল্লেখ করে স্থানীয়দের হয়রানি না করার অনুরোধ জানান তারা। বক্তারা বলেন, ‘ এ ঘটনায় দোষি ফয়জুল কে এমন শাস্তি দেয়া হোক যাতে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। বক্তারা জাফর ইকবাল সহ মুক্তমনা লেখকদের নিরাপত্তার দাবি জানিয়ে আড়ালের মূল হোতাদের বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মিজানুর রহমান চৌধুরী ছুবা মিয়া, আলমাছ মিয়া, মজমিল আলী, আবু তাহের প্রমুখ।