স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বুধবার সকালে শহিদ আবুল হোসেন মিলনায়তন চত্বর থেকে জেলা আওয়ামী লীগ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ফের আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. রইছ উদ্দিন, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, অ্যাড. শায়েখ আহমদ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। তাছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র লীগ নেতা পলিন বখত, সরকারি কলেজের প্রাক্তন ভিপি মনীষ কান্তি দে মিন্টু, জেলা পরিষদ সদস্য আবুল আজাদ, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জেলা কৃষক লীগের সদস্যসচিব বিন্দু তালুকদার, জেলা ছাত্র লীগের আহ্বায়ক আরিফ উল আলম, যুগ্ম আহ্বায়ক জিসান এনায়েত রেজা প্রমুখ।
এদিকে একই সময়ে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ ট্রাফিক পয়েন্টে পৃথক আলোচনাসভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, আমিনুল ইসলাম, কাউসার আহমদ, পিন্টু বণিক, অলি নবী, গিয়াস উদ্দিন, দিলোয়ার হোসেন, জেবুল আহমেদ, জনি হোসাইন, এনাম আহমেদ, সজিব আহমদ, আব্দুর রাজ্জাক, চপল, সম্পাদক শফিকুল ইসলাম, সৌরভ আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু, অভিজিৎ চৌধুরী পিংকু, জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক চৌধুরী রুমেন প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার আগাম ঘোষণা দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধের ঝাঁপিয়ে পরার আহ্বান ছিল এই ভাষণে। তিনি বাঙালি জাতিকে ওই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে ঐক্যবদ্ধ করে পাকিস্তানী হানাদার বাহিনীকে মোকাবেলা করার আহ্বান জানিয়েছিলেন।