স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুে শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন এই কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে জেলার একাধিক নারী সংগঠনও অংশ নেয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নারী নেত্রীবৃন্দ অংশ নেন। তাছাড়া মুক্তিযোদ্ধা সংসদও সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নূরুল মোমেন, মুক্তিযোদ্ধা আতম সালেহ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, নারী নেত্রী আরতি তালুকদার কলি প্রমুখ।
বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে বাংলার নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।