স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলার বংশীকু-া উত্তর ইউনিয়নের ঘিলাগড়া গ্রামের মাঠে দুইদিন ব্যাপী ৫ম জাতীয় হাজং সম্মেলন শুক্রবার থেকে শুরু হয়েছে। ওইদিন সকাল ১১টার দিকে সম্মেলন উদ্বোধন করেন হাজং মাতা রাশিমণি কল্যাণ পরিষদের সভাপতি শ্রী মতিলাল হাজং। পরে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি শ্রী খগেন্দ্র হাজং।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী পল্টন হাজং, লেখক ও গবেষক পাভেল পার্থ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন রোকন, বংশীকু-া উত্তর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, আদিবাসী নেতা এন্ড্রু সলোমার প্রমুখ।
সমাবেশ শেষে স্থানীয় ও অতিথি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। তারা হাজং ভাষা ও বাংলা ভাষায় সঙ্গীত পরিবেশন করেন।
সম্মেলনে চারটি উপজেলার হাজং নৃতাত্বিক জনগোষ্ঠীর হাজারো মানুষ জড়ো হয়েছেন। এ উপলক্ষে ঘিলাগড়া সীমান্তে উৎসবের আমেজ বিরাজ করছে।