স্টাফ রিপোর্টার:
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী বুধবারই নিজের কর্মস্থলে সিলেটে ফিরছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) পাবেন তিনি। তবে তার কর্মস্থলে যোগ দিতে আরো কিছুদিন সময় লাগবে।
আজ সোমবার অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নুল আবেদিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্যারের শারীরিক অবস্থা বর্তমানে উন্নত হয়েছে। তিনি নিয়মিত খাবার খাচ্ছেন ও রেস্ট নিচ্ছেন। সেলাই কাটার পর তিনি বিমানযোগে সিলেট যাবেন।
গত ৩মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে ফয়জুলের হামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁকে এয়ার এম্বুলেন্সেযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।