স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদলের বিবদমান দু’গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। রোববার দুপুরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি ফিলিং স্টেশন, একটি দোকান ভাংচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মিজান চৌধুরীকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য মনোনীত করায় তাঁর নেতৃত্বাধীন ছাত্রদল গোবিন্দগঞ্জ পয়েন্টে আনন্দ মিছিলের প্রস্তুতি নেয়। একই সময় ছাতক-দোয়ারাবাজারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের নেতৃত্বাধীন ছাত্রদলে নেতাকর্মীরাও পাল্টা মিছিলের প্রস্তুতি নেয়।
উপজেলা ছাত্রদলের (মিলন গ্রুপ) আহবায়ক মতিউর রহমানের নেতৃত্বে ও যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ মিজান (মিজান গ্রুপ) নেতৃত্বে ছাত্রদলের নেতারা অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মানিক, সুমন, রইছ উদ্দিন, মোজ্জামেল, আল আমিন, ফয়সলসহ ১০জন আহত হয়। আহতদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে মিলন গ্রুপের মালিকানাধীন আল আমিন ফিলিং স্টেশন ও একটি দোকানে ভাংচুর করে প্রতিপক্ষ ছাত্রদলের নেতাকর্মীরা। একটি মোটর সাইকেল আগ্নিসংযোগে পুড়িয়ে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মুমিন নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে।