স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধে খেলতে যাওয়ায় ৭ বছরের এক শিশুর আঙ্গুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে, ঘটনার পর থেকেই জড়িতকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়ার হাওরের ময়নাখালী বাঁধে সহপাঠীদের সঙ্গে খেলতে যায় শিশু ইয়াহিন। তাদের খেলতে দেখে ফসল নষ্ট হওয়ার অজুহাতে তাড়া করে ফসল রক্ষা বাঁধ প্রকল্পের সভাপতি অদুদ মিয়া। এসময় অন্যান্য শিশুরা পালিয়ে গেলেও ইয়াহিনকে ধরে মারধোর করে সে। পরে ফসল কাটা কাঁচি দিয়ে তার হাত কেটে দেয়।
শিশুটির মা বলেন, ঘাস নিতে গেছে আমার বাচ্চাটা। আমার ছেলেটাকে ধরে দুটা আছাড় মেরেছে। আর হাতে কাঁচি ছিল, সেটা দিয়ে পোঁচ দিয়ে কাঁচি নদীতে ফেলে দিয়েছে।’
শিশুটির বাবা বলেন, ‘হাত সেলাই করে দিছে। কিন্তু রক্ত বন্ধ হয়না।’
সুনামগঞ্জ সদর হাসপাতাল ডা. বেঞ্জামিন, মেডিকেল অফিসার বলেন, ‘ডান হাতের তিনটি আঙ্গুল, প্রায় ২-৩ সেমি লম্বা ইনজুরি আছে।
এদিকে ঘটনার পর থেকেই জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, ‘ময়লাখালি থানার বাঁধ প্রকল্পের সভাপতি অদুদ মিয়া কাঁচি দিয়ে শিশুটির হাতে আঘাত করে। আশা করছি, আমরা তাকে দ্রুত ধরতে পারব।’
আহত শিক্ষার্থী ইয়াহিন সুলেমানপুর দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।