স্টাফ রিপোর্টার::
২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘যুদ্ধ দলিল’ নামের একটি সংগঠন।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখে, জেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক ডেপুটি কমান্ডোর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টাার্স ইউনিটিরি সভাপতি লতিফুর রহমান রাজ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমেদ চৌধুরী, জাসদের সাধারেণ সম্পাদক সালেহীন চৌধুরী, সাংবাদিক শামস শামীম, কুদরত পাশা, যুদ্ধদলিল’র প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, অনলাইন এক্টিভিস্ট পাপন সেন রায়, সাবেক ছাত্র নেতা রাজীব সেন, জেলা ছাত্র লীগের আহ্বায়ক দেওয়ান জিসান এনায়েত রেজা, জেলা কৃষক লীগের সদস্য রফিকুল ইসলাম কালা, জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ, আমিনুল ইসলাম, মোশাহিদ রাহাত, শিক্ষার্থী তাহা, ইফতি, একরামুল আলম পীর, ফাহমিদ চৌধুরী, শুভরাজ, মিল্লাত আহমদ প্রমুখ।
এসময় বক্তারা, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা ও বর্বরোচিত হত্যকা-ের বিষয়টি তোলে ধরে জাতিসংঘের কাছে দিনটি কে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবসের’ দাবি জানান।