স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে কৃষক তেরাব আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে এ মামলার শুনানী শেষে অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। আদেশে মৃত্যুদ-প্রাপ্ত আসামীর এক ভাইকেও দুই বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী হলেন, আসামী আব্দুল আজিজ এবং দুই বছরের দ-প্রাপ্ত আসামী তার ভাই আব্দুল জহির।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জের ধরে
সংক্রান্ত বিরোধের জের ছাতকের বিশারদপুর গ্রামের তেরাব আলীর বাড়িতে হামলা চালায় আব্দুল আজিজ ও তার ভাই সহ স্বজনরা। গুলিতে মারা ঘটনাস্থলেই মারা যান তেরাব আলী। এ ঘটনায় নিহতের শাশুড়ি খোদাজা বিবি বাদি হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে গতকাল মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রায়ে মামলায় পাঁচ আসামী বেকসুর খালাস পেয়েছেন।
রাষ্ট পক্ষের আইনজীবী অ্যাভোকেট ড. খাইরুল কবির রুমেন বলেন, আদালত কৃষক তেরাব আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদ- ও একজনকে দুই বছরের সশ্রম কারাদ- প্রদান করেছেন। দুই বছরের কারাদ-প্রাপ্ত আসামী পলাতক রয়েছে বলে তিনি জানান।