স্টাফ রিপোর্টার
‘সময়ের সাথে উন্নয়নে পথে’ শ্লোগানকে ধারণ করে সুনামগঞ্জে নতুন ধারার দৈনিক আমাদেরসময়-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের খবরের সম্মেলনে কক্ষে আলোচনা ও কেক কাটা হয়।
আমাদেরসময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, অর্থ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ শামীম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার।
আলোচনায় বক্তারা বলেন,‘দৈনিক আমাদেরসময় প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমানুষের পত্রিকা। বাংলাদেশের সংবাদপত্র ইতিহাসে নতুনধারার সুচনা করেছে আমাদেরসময়। খুব কম সময়ে কম পৃষ্ঠার পত্রিকা দেশের সকল-শ্রেণি পেশার পাঠকের মন জয় করে পাঠক প্রিয়তায় স্থান নিয়েছে। মহান মুক্তিযুদ্ধে চেতনা ও আদর্শ লালন করে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করছে পত্রিকাটি।’ বক্তারা দৈনিক আমাদেরসময়ের সাফল্য কামনা করেন। আলোচনার পর প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সকল অতিথিগণ।
আলোচনার ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রাহুল চন্দ, সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ, ডিবির ওসি কাজী মুক্তাদির হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক মানব তালুকদার, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সমকাল সুহৃদের জেলা শাখার সভাপতি অ্যাড. মাহবুবুল হাছন শাহীন, প্রথমআলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, একুশে টিভির জেলা প্রতিনিধি আ. সালাম, দৈনিক সোনালীখবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, বন্ধুসভার সভাপতি রাজু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব দে, রঙ্গালয় সুনামগঞ্জ-এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুবলীগ নেতা সুমন দে, মিল্টন পুরকায়স্থ, বকুল তালুকদার, ব্যবসায়ী মুহিবুর রেজা টুনু, আনোয়ারুল হক, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, নাজমুল হাসান মিটু, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার লিপসন আহমদ, কামরান আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার আল আমিন, মোহনা টিভির ক্যামেরাপার্সন হাসান আলী প্রমুখ।