অলিউল্লাহ:
ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে একজন এবং ভোট শেষে আরেকজ মেয়র প্রার্থী নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইসহ নানা অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান করেন। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে তারি বাড়িতে কয়েকজন সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই তার চাচাতো ভাই বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখান করেন। জেলা বিএনপি নেতারা নির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ করেন। তবে দুপুর ২টা পর্যন্ত দেওয়ান গণিউল সালাদীন নির্বাচনে অনিয়মের কোন অভিযোগ করেনননি।
বিএনপি কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দেওয়ান গণিউল সালাদীন মোবাইল প্রতীকে ৯৪৮৫ ভোট, দেওয়ান সাজাউর রাজা সুমন ধানের শীষ প্রতীকে ১৮০৭ ভোট পেয়েছেন।
উল্লেখ্য দেওয়ান গণিউল সালাদীন ও দেওয়ান সাজাউর রাজা সুমনের মধ্যে চাচাতো ভাইয়ের সম্পর্ক। তারা দুজনই হাসন রাজার প্রপৌত্র।