স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বখত পরিবারের সবচেয়ে মিশুক ছেলেটির নাম নাদের বখত। যে কারও সঙ্গেই সহজেই মিশে যাওয়ার অসম্ভম ক্ষমতা রয়েছে তার। গত ১ ফেব্রুয়ারি তার বড় ভাই মেয়র আয়ূব বখত জগলুল মারা যাওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বখত পরিবারের সন্তান নাদের বখতকে দলীয় প্রতীক নৌকা উপহার দেন। তাকে ঘিরে ঐক্যবদ্ধ হয়ে ওঠে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পাওয়ার পরই তিনি বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক হোসেন বখত, সদ্যপ্রয়াত মা নূরজাহান বখত ও ভাই আয়ূব বখত জগলুলসহ পরিবারের সবার কবর জিয়ারত করেন।
বৃহষ্পতিবার ভোরে আবারও তাদের কবর জিয়ারত করে প্রার্থনা করেন। সন্ধ্যায় কেন্দ্র ঘোষিত ফলাফল পাওয়ার পর সমর্থকরা যখন উল্লসিত তখন চুপি-চুপি তাদের কাছ থেকে নিজেকে আড়াল করে আবার চলে আসেন ভাই আয়ূব বখত জগলুলের কবরে। কেদে-কেটে প্রার্থনা করে চোখের জলে ভাসেন তিনি। এসময় তিনি বাবা হোসেন বখত, ভাই মনোয়ার বখত নেক, মা নূরজাহান বখতসহ পরিবারের সবারই কবর জিয়ারত করেন। তাকে কবর জিয়ারত করতে দেখে আশপাশের মানুষও দাড়িয়ে যান। এসময় এ হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনায় নবনির্বাচিত মেয়র নাদের বখত তার প্রয়াত ভাই আয়ূব বখত জগলুলের জন্য প্রার্থনা করে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে অঙ্গিকার করেন। পাশাপাশি মেয়রের পদে থেকে তিনি সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার করেন।