স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে “পূর্ণ সলিল সকাশে” এবং “নিভৃত চারিণী” প্রামান্য চলচ্চিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এ চলচ্চিত্র প্রদর্শনী হয়।
চলচ্চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম।
পরে তাহিপুরের জাদু কাটা নদীতে পণ তীর্থের ¯œান ও শাহ আরেফিনের উরশ “পূর্ণ সলিল সকাশে” এবং সোহাসিনী দাশের জীবন নিয়ে “নিভৃত চারিণী” প্রদর্শন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শন শেষে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চলনায় মঞ্চে অনূভতি প্রকাশ করেন সিভিল সার্জন আশুতোষ দাশ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ধূর্জটি কুমার বসু, সিলেট জেলা কালচারাল কর্মকর্তা অশীত বরণ দাশ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দীপক রঞ্জন দাশ প্রমুখ।
প্রামান্য চলচ্চিত্র প্রদশর্নীর পূর্বে প্রামাণ্য চিত্র প্রদর্শনের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন নির্মাতা নিরঞ্জন দে।