স্টাফ রিপোর্টার:
বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এবং সদর উপজেলা কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ মানুষও অংশ নেন।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল জেলা কমান্ড অফিস হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মুক্তিযোদ্ধারা জানান, বিভিন্ন দেশে স্বাধীনতা সংগ্রামীরা যে রকম সুযোগ-সুবিধা ভোগ করেন এবং পেয়ে থাকেন, সেই তুলনায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার অনেক কম পাচ্ছেন। তাই সরকার ঘোষিত নীতমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার জোর দাবি জানান তারা। তাছাড়া সারাদেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী কর্মকা-ের প্রতি সজাগ থাকার জন্য দেশের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাসভবনে হামলার ঘটনার নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক পীর, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌ. মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সইদুর রহমান প্রমুখ।