1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

তাহিরপুরে নিখোঁজের তিনদিন পর শ্বাসনালী কাটা অবস্থায় যুবক উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ২.৪৫ পিএম
  • ৪২৯ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পার্শবর্তী কান্দা থেকে শ্বাসনালী কাটা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার অবস্থা আশঙ্কাজন হওয়ায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তাহিরপুর উপজেলার সোলেমান মিয়া (৩২) নামের ওই যুবক উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুন আলী গ্রামের সুরুজ মিয়ার পুত্র। ওই যুবক গত দিন ধরে নিখোজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টায় টাঙ্গুয়ার হাওর তীরবর্তী গ্রাম বিনোদপুর এলাকার ঈগল বাগানে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা কাছে গিয়ে দেখতে পারেন তার শ্বাসনালী কাটা। তাই সে কথা বলতে পারছিলনা। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার সন্ধ্যায় প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, রোগির শ্বাসনালী কাটা ছিল। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, আমরা খবর পাওয়ার পরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সে কথা বলতে না পারায় তার এই অবস্থার জন্য কে দায়ি বলা যাচ্ছেনা। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তবে যুবক নিখোজ ছিল কি না তা তার জানা নেই বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!