স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বুধবার থেকে ছয় দিনব্যাপী ‘সুনামগঞ্জ বইমেলা’ শুরু হয়েছে। প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। বুধবার বিকাল চারটায় বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুজ্জামান।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত (ছুটির দিনসহ) চলবে। মেলায় প্রথমা প্রকাশন, বেঙ্গল পাবলিকেশনসের বই ও দেশি-বিদেশি বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি করা হবে। এ ছাড়া মেলায় একুশে বইমেলার নতুন বই পাওয়া যাবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ভাগ ছাড়ে, বেঙ্গল পাবলিকেশনসের বই ২৫ থেকে ৫০ভাগ ছাড়ে এবং অন্যান্য প্রকাশনীর বই ২৫ভাগ ছাড়ে বিক্রি করা হবে। এ ছাড়া ভারতীয় বই বিক্রির ক্ষেত্রেও বিশেষ ছাড় রয়েছে।