স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের জয়কলসে বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক কিষাণী মারা গেছেন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রাকসগ ঘাতক চালককে আটক করে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টায় সিলেট সুনামগঞ্জ সড়কের পাশের খোলা স্থানে হাওরের বোরো ধান শুকাচ্ছিলেন জয়কলস গ্রামর কিষাণী গোলনাহার বেগম (৪৫)। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক রাস্তার পাশে কাজ করা অবস্থায় ওই কিষানীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি জয়কলস গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। দুর্ঘটনার পর ক্ষুব্দ এলাকাবাসী ট্রাকটি আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাস্তার পাশে ধান শুকানোর সময় বেপরোয়া ট্রাকটি কিষাণীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় জনতাকে ট্রাকসহ চালককে আটক করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।