স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের জনপ্রিয় মুখ ছাত্র লীগ নেতা রহুল আমিন হৃদয় গত ৩০ এপ্রিল বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যুবরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান হৃদয়। এ ঘটনায় ছাত্রলীগ ক্ষুব্দ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করতে গেলে গতকাল থানা ঘেরাও করে। এ ঘটনায় রাতেই উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ পরিবারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন। এসময় ক্ষতিপূরণের প্রস্তাব আসলে এই প্রস্তাব প্রত্যাখান করে হৃদয়ের পরিবার। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত বিশিষ্টজন ড্রাইভারকে জরিমানা করার প্রস্তাব দেন। এসময় ছাত্র লীগ নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থলে হৃদয়ের নামে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান। দাবিটি বাস্তবায়নের আশ্বাস দেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, সদর থানার ওসি মো. শহিদুল্লাহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার অচিরেই হৃদয়ের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দেন।