স্টাফ রিপোর্টার::
বাংলা সঙ্গীতের অমর সঙ্গীত মহাজন ও পঞ্চকবি খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডিএল রায়, রজনী কান্ত সেন ও অতুল প্রসাদ সেনের কালজয়ী গান শ্রোতাদের শুনিয়েছে সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পঞ্চকবি স্মরণে সঙ্গীত সন্ধ্যাটি মনোমুগ্ধকর হয়ে ওঠে সমঝদার সঙ্গীতবোদ্ধা ও দর্শকদের কাছে। গানের ফাকে ফাকে ডা. সালেহ আহমদ আলমগীরে সাবলিল উপস্থাপনায় তম্ময় ছিলেন শ্রোতারা। অনুষ্ঠানে শহরের নানা পেশার সুধীজন উপস্থিত ছিলেন। দলীয় পরিবেশনায় ১৫টি গান একে একে পরিবেশন করেন শিল্পীবৃন্দ। আলোকোজ্জ্বল মঞ্চে শাদা পোষাকের শিল্পীরা ছিলেন প্রাণবন্ত ও সরল সুন্দরের প্রতিচ্ছবি। প্রায় পোনে দুই ঘন্টা শ্রোতাদের তন্ময় করে রাখেন শিল্পীবৃন্দ।
সঙ্গীত পরিবেশনা করে শিল্পী প্রসেনজিৎ দে পিনু, অঞ্জন চৌধুরী, চয়ন চৌধুরী, অয়ন চৌধুরী, অন্তরা খাসনবিস, চন্দনা পাল প্রমুখ।
সঙ্গীত পরিবেশনা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শ্রোতাবৃন্দ।