স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সরাসরি ধান ক্রয়ের দাবি এবং ফসলরক্ষা বাঁধে মেশিনে মাটি কেটে এখন মানবশ্রমিক দেখিয়ে অতিরিক্ত বিল লোপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। শনিবার সকাল সাড়ে ১১টায় ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনও দাবির প্রতি সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ খসরু, উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সহ সভাপতি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, জণসংযোগ বিষয়ক সম্পাদক শহীদ নুর আহমদ, সদস্য অধ্যক্ষ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, চন্ধন রায়, অ্যাড. সাজ্জাদুর রহমান, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, কাউন্সিলর খুরশেদ আহমদ, কৃষক নেতা আজাদ মিয়া, সনাৎ কুমার দাস, অরুন দেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলায় দ্রুত হয়রানি মুক্তভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করতে হবে। তাছাড়া মেশিন দিয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করে শ্রমিকের বিল দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পায়তারা বন্ধ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। বক্তারা বলেন, মেশিনের বদলে শ্রমিক দেখিয়ে বিল প্রদান করা হলে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নিবে একটি চক্র।
এদিকে একই দাবিতে উপজেলার সংগঠণগুলো বিভিন্ন উপজেলায়ও কর্মসূচি পালন করেছে।