স্টাফ রিপোর্টার::
চলমান মাদকবিরোধী অভিযানে সুনামগঞ্জ জেলায় গত ৪ দিনে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ২৮টি মামলা দায়ের হয়েছে। গত ১ রমজান থেকে ৪ রমজান সোমবার রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে পুলিশ বিপুল মাদকও জব্দ করেছে। আগামী ১০ রজমান পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার পর ১ হাজার ৪৪৩ পিস ইয়াবা, প্রায় ৪ কেজি গাজা, ৩৯ বোতল ভারতীয় মদ, ৪৯ লিটার দেশিয় চোলাই মদ এবং মদ তৈরির ৬০ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্যসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে বিভিন্ন থানায় ২৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সবাইকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জুয়েল বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জেও অভিযান শুরু হয়েছে। আমরা এ পর্যন্ত ইয়াবা, মদ, গাজাসহ বিভিন্ন নেশাজাত দ্রব্য জব্দ করার পাশাপাশি এর সঙ্গে জড়িত ২৯জনকে গ্রেফতার করেছি।