সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব। ইউপি সচিব মো. নুরুল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী শিপুলু কর্মকার, প্রেস ক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. গোলাম হোসেন, আব্দুর রহমান, আশিক নুর, শহীদুল ইসলাম সহ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ওই ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। আগামী অর্থ বছরের ১ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ২শত ৭৩ টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়।