তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট খ্যাত ও সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ ধরার সরঞ্জাম আটক করা হয়েছে।
রবিবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল সরঞ্জাম জব্দ করেন। এসময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের অভয়ারণ্য বিভিন্ন অংশে স্থানীয় জেলেরা কারেন্ট জাল,ছাই,মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মাছ ধরা অব্যাহত রাখলে হাওরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কারেন্ট জাল,ছাই,মাছ ধরার ইঞ্জিন চালিত ২টি নৌকাসহ মাছ ধরার বিভিন্ন মালামাল আটক করেন।
পরবর্তীতে আটককৃত কারেন্ট জাল,ছাই সহ অন্যান্য মালামাল জনসম্মুখে আগুনে পুড়ানো হয় এবং নৌকা দুইটি নিজেদের হেফাজতে জব্দ রাখা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রকৃতিবনাশী এমন অভিযান অব্যাহত থাকবে।