স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইফনিটির কার্য্যকরি কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় সংগঠনের পুরাতন বাসস্টেশনস্থ অস্থায়ী কার্যালয়ে অনষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংগঠনকে গতিশীল করে সুনামগঞ্জের সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, আল হেলাল, সাংবাদিক ঝুনু চৌধুরী, মাসুক মিয়া, সাহাব উদ্দিন, শাহজাহান চৌধুরী, সেলিম আহমেদ, শামস শামীম, এমরানুল হক চৌধুরী, মাছুম হেলাল, হিমাদ্রী শেখর ভদ্র মিঠু, জসিম উদ্দিন, জাকির হোসেন, কুদরত পাশা, বিশ্বজিৎ সেন পাপন, রাজন মাহবুব, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, শহিদনূর আহমেদ প্রমুখ।