দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থানা রোডস্থ জনতা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমটির সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, অ্যড. সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা মহিবুর রহমান মলন মিয়া, জেলা পরিষদের সদস্য নাজমুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ জাহান সরদার, প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বিশ^জিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অনলাইন প্রেসক্লাব সভাপতি ইয়াহিয়া চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ফারুক সরদার, লালন মিয়া, শাহ আলম সরদার, কলিম উদ্দিন, কামরুল মিয়া, শফিক মিয়া, রোবেল সরদার, রশিদ মিয়া, প্রভাষক দেভাশীষ রায় রিংকু, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, মাের্শেদুর রহমান আঙ্গুর, অসীম রায়, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, শ্রমীকলীগের কপিল উদ্দিন, ছাত্রলীগ নেতা উজ্জল মিয়া, উজ্জল চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জয়া সেনগুপ্তা এমপি বলেন, ধর্মীয় নিয়মানুযায়ী চললেই জীবন সুন্দর হয়। ধর্মীয় আচারানুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও মজবুত হয়। রমজানের তাতপর্য হৃদয়ে ধারণ করে শান্তি, সম্প্রীতি ও সামাজিক মুল্যবোধের একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।