স্টাফ রিপোর্টার::
জাতীয় বিশ্ববিদ্যালড কর্তৃপক্ষ নির্ধারিত বিষয়ে ভর্তি বাতিল না করে যেসব শিক্ষার্থীরা নতুন করে অন্য বিষয়ে ভর্তি হয়েছে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘট পালন করেছে। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে তারা ক্লাসে না গিয়ে ধর্মঘট পালন করে। কলেজের আভ্যন্তরিণ পরীক্ষা থাকলেও শিক্ষার্থীরা অংশ নেয়নি।
সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। দুপুরে প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোন বিষয়ে ভর্তিকৃত শিক্ষার্থী ভর্তি বাতিল না করে যদি কেউ নতুন বিষয়ে ভর্তি হয় তাহলে বিধি অনুযায়ী তাকে ৭০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু এবার সেই বিধি ভেঙ্গে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ৭০০টাকার বদলে যুক্তিহীনভাবে ১০ হাজার টাকা জরিমানা করেছে। অবিলম্বে এই অযৌক্তিক ফিস বাতিল না করলে বক্তারা আরো কঠোর আন্দোলনের হুমকি দেন।
ছাত্র ধর্মঘট পরবর্তী সভায় বক্তব্য রাখেন ছাত্র নেতা আসাদ মনি, দ্বীপাল ভট্টাচার্য্য, মনির হোসেন দুর্জয়, মলয় চন্দ্র কর, ইয়াছমিন বেগম, সাকির আহমদ, সনি তালুকদার, জুয়েল রাজ, সাজু মিয়া প্রমুখ।