হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার গুঙ্গিয়ার গাঁও খাদ্যগুদামে চলতি মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ৪ জুন সোমবার বোরো সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসাবে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লাহ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঘুঙ্গিয়ার গাঁও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘুঙ্গিয়ার গাঁও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার রায় জানান এবারের মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ২৬টাকা হারে মোট ৭শত টন ধান ক্রয়েরর লক্ষ্য মাত্রা রয়েছে। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।