সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ষড়যন্ত্রকারীদের থেকে সর্তক থাকুন। উন্নয়নে শামিল হোন। প্রতিযোগীতা থাকা ভাল তবে প্রতিহিংসা ভাল নয়। আসুন সবাই মিলে জননেত্রী ও বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা তলে ঐক্যবদ্ধা ভাবে কাজ করি।
উপজেলা শ্রমিকলীগের সম্মেলনকে কেন্দ্র করে তিনি আরও বলেন, জয় পড়া জয় থাকবেই তবুও এগিয়ে যেতে হবে। আগামীতে আরও ভাল কাজ করলে এর ম্যল্যায়ন অব্যশই পাওয়ার যাবে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজারে বটতলায় শ্রমিকলীগের সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য কালে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। সম্মেলনে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার শ্রমিকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ। উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মো. নুরুল আমিন এর সঞ্চালনায় উদ্ধোধক ছিলেন জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার শ্রমিকলীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মবিন।
বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামীলীগ নেতা পংকজ পাল, জীতেন্দ্র তারুকদার পিন্টু, আসাদ আল আজাদ, গোলাম জীলানী আফিন্দী রাজু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জেলা শ্রমিকলীগের সদস্য মো. মহসিন, আবু হানিফ, জাহাঙ্গীর আলম, আমির হোসেন, তাপস দাস, জেলা সদর শ্রমিকলীগের সভাপতি ইকবাল বখত সুমন, সহ সভাপতি বদরুল আলম সুমন, সাধারন সম্পাদক মিঠুন চক্রবর্তী, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, যুগ্ন আহবায়ক আবু তাহের তারনুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগহ সভাপতি মো. শিরিন তালুকদার, ভীমখালী ইউপি যুবলীগের সাধারন সম্পাদক খোকন হাসান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর কবির, সাধারন সম্পাদক আরিফ আলম লিমন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। আলোচনা সভার পর ৪৫ সদস্য বিশিষ্ট জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগ কমিটি গঠন করা হয় এতে সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরীকে নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়।